হাসপাতালে হামলা চালিয়ে ইরান ‘রেড লাইন’ অতিক্রম করেছে: ইসরাইলি মন্ত্রী
সোরোকা হাসপাতালকে লক্ষ্যবস্তু করে ইরান ‘রেড লাইন’ অতিক্রম করেছে বলে মন্তব্য করেছেন ইসরাইলি স্বাস্থ্যমন্ত্রী উরিয়েল বুসো। খবর আলজাজিরার।
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় দক্ষিণ ইসরাইলের বে'র শেভা’র সোরোকা হাসপাতালের একটি ছাদ ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি পূর্বে তেল আবিব এবং রামাত গান এবং দক্ষিণে হলনেও ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। এ হামলার বিষয়ে ইসরাইলি স্বাস্থ্যমন্ত্রী উরিয়েল বুসো বলেন, ইরান দেশের দক্ষিণে বে'র শেভায় সোরোকা হাসপাতালকে ক্ষেপণাস্ত্র দিয়ে লক্ষ্য করে ‘রেড লাইন’ অতিক্রম করেছে। বুসোকে উদ্ধৃত করে ইসরাইলি সেনাবাহিনী রেডিওতে বলা হয়েছে, ‘এটি ইরানি শাসকগোষ্ঠীর দ্বারা সংঘটিত একটি যুদ্ধাপরাধ।‘ এদিকে আজও আল জাজিরা জানিয়েছে, গাজায় ত্রাণ বিতরণ কেন্দ্রগুলোতেও হামলা চালিয়েছে ইসরাইল। এতে হতাহতের সংখ্যা শতাধিক।
সোরোকা হাসপাতালকে লক্ষ্যবস্তু করে ইরান ‘রেড লাইন’ অতিক্রম করেছে বলে মন্তব্য করেছেন ইসরাইলি স্বাস্থ্যমন্ত্রী উরিয়েল বুসো। খবর আলজাজিরার।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।