ডাকসুর নবনির্বাচিত নারী প্রতিনিধিদের নিয়ে সামাজিক মাধ্যমে আপত্তিকর মন্তব্য করেছিলেন ব্র্যাকের কর্মী রাকিবুল মোবিন। সেই মন্তব্যের জেরে গত বৃহস্পতিবার তার বিরুদ্ধে বিআইজিডিতে অভিযোগ দায়ের করেন ডাকসুর নবনির্বাচিত আইন ও মানবাধিকার সম্পাদক শাখাওয়াত জাকারিয়া। সে অভিযোগের পর সোমবার রাকিবুলকে চাকরিচ্যুত করার কথা জানায় বিআইজিডি। প্রতিষ্ঠানটি বলেছে, রাকিবুলের ব্যক্তিগত মতামত কোনোভাবেই বিআইজিডির মূল্যবোধ, মান বা প্রাতিষ্ঠানিক অবস্থানকে প্রতিফলিত করে না; তার ব্যক্তিগত মতামতকে বিআইজিডির প্রাতিষ্ঠানিক মতামত হিসেবে গণ্য করাও উচিত নয়। আমরা যেকোনো ব্যক্তি বা গোষ্ঠীর লিঙ্গ, ধর্ম, রাজনৈতিক সম্পৃক্ততা বা অন্য যেকোনো মতের ওপর ভিত্তি করে তাদের প্রতি করা যেকোনো অবমাননাকর, বৈষম্যমূলক বা অসম্মানজনক আচরণের তীব্র নিন্দা জানাই। জানা যায়, রাকিবুল মবিন ডাকসুতে বিজয়ী নেত্রীদের একটি ছবি শেয়ার করে তাদেরকে ‘house slaves (গৃহদাসী)’ বলে অভিহিত করেন।