ডাকসু নেত্রীদের নিয়ে আপত্তিকর মন্তব্য করা রাকিব চাকরিচ্যুত
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নবনির্বাচিত নারী প্রতিনিধিদের নিয়ে সামাজিক মাধ্যমে আপত্তিকর মন্তব্য করেছিলেন ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের (বিআইজিডি) কর্মী রাকিবুল মোবিন। সেই মন্তব্যের জেরে গত বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) তার বিরুদ্ধে বিআইজিডিতে অভিযোগ দায়ের করেন ডাকসুর নবনির্বাচিত আইন ও মানবাধিকার সম্পাদক শাখাওয়াত জাকারিয়া। সে অভিযোগের পর সোমবার (১৫ সেপ্টেম্বর) এক ফেসবুক পোস্টের মাধ্যমে রাকিবুলকে চাকরিচ্যুত করার কথা জানায় বিআইজিডি।