ডিপিএলের শিরোপা নির্ধারণী ম্যাচে ভুয়া বলায় এক দর্শকের দিকে তেড়ে যান মাহমুদউল্লাহ রিয়াদ। সেই দর্শক মোহাম্মদ নাদিম বলেন, ‘আমি মাহমুদউল্লাহ রিয়াদকে দেখে বলি ভাই, ভালো খেলসেন, হ্যাটস অব টু ইউ। এরপর ম্যানেজার সাজ্জাদুল হক শিপনের দিকে তাকিয়ে বলি, শিপন ভাই, প্রতি বছর কি ভুয়া টিম করেন। ১৮ জনের টিম বানান, এর ১০ জনই জাতীয় দলে চলে যায়। এখানে ভুয়া ওয়ার্ডটার উচ্চারণ ঘটায়, মাহমুদউল্লাহ রিয়াদ ড্রেসিরুম থেকে তা শুনতে পেয়ে আমার দিকে তেড়ে আসেন। অথচ আমি তাকে বা কোনো প্লেয়ারের দিকে এটা বলি নাই।’ আরও বলেন, আমি যখন এটা বলছিলাম, ম্যানেজার শিপন হাসতেছিল। কিন্তু এর হাসার মধ্যেই মাহমুদউল্লাহ ড্রেসিংরুম থেকে বের হয়ে আমার দিকে তেড়ে আসে। ক্যামেরা থাকলে পুরো ঘটনাটার রেকর্ড থাকার কথা।