Web Analytics

ডিপিএলের শিরোপা নির্ধারণী ম্যাচে ভুয়া বলায় এক দর্শকের দিকে তেড়ে যান মাহমুদউল্লাহ রিয়াদ। সেই দর্শক মোহাম্মদ নাদিম বলেন, ‘আমি মাহমুদউল্লাহ রিয়াদকে দেখে বলি ভাই, ভালো খেলসেন, হ্যাটস অব টু ইউ। এরপর ম্যানেজার সাজ্জাদুল হক শিপনের দিকে তাকিয়ে বলি, শিপন ভাই, প্রতি বছর কি ভুয়া টিম করেন। ১৮ জনের টিম বানান, এর ১০ জনই জাতীয় দলে চলে যায়। এখানে ভুয়া ওয়ার্ডটার উচ্চারণ ঘটায়, মাহমুদউল্লাহ রিয়াদ ড্রেসিরুম থেকে তা শুনতে পেয়ে আমার দিকে তেড়ে আসেন। অথচ আমি তাকে বা কোনো প্লেয়ারের দিকে এটা বলি নাই।’ আরও বলেন, আমি যখন এটা বলছিলাম, ম্যানেজার শিপন হাসতেছিল। কিন্তু এর হাসার মধ্যেই মাহমুদউল্লাহ ড্রেসিংরুম থেকে বের হয়ে আমার দিকে তেড়ে আসে। ক্যামেরা থাকলে পুরো ঘটনাটার রেকর্ড থাকার কথা।

Card image

নিউজ সোর্স

RTV 30 Apr 25

মাহমুদউল্লাহকে ‘ভুয়া’ বলার যে ব্যাখ্যা দিলেন সেই দর্শক

ডিপিএলের শিরোপা নির্ধারণী ম্যাচে ভুয়া বলায় এক দর্শকের দিকে তেড়ে যান অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ। যা নিয়ে সমালোচনার ঝড় বইছে ক্রিকেট পাড়ায়। এ বিষয়ে মাহমুদউল্লাহ মুখ না খুললেও ঘটনার ব্যাখা দিয়েছেন ভুক্তভোগী মোহাম্মদ নাদিম।


একনজর এর পরীক্ষামূলক বেটা সংস্করণ চলছে। যেকোন ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর চোখে দেখার এবং আমাদের উন্নতির জন্য গঠনমূলক মতামত দেয়ার অনুরোধ জানাচ্ছি।