পঞ্চগড়ে একটি মতবিনিময় সভায় বিএনপির দুই নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বক্তব্য দেয়ার প্রতিবাদে সারজিস আলমের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে তেঁতুলিয়া উপজেলা বিএনপি। বক্তারা বলেন, সারজিস তেঁতুলিয়া উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা ও বানোয়াট বক্তব্য প্রদান করেন এবং বক্তব্যটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় বিএনপিসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মী ও ব্যবসায়ীরা। সারজিস অভিযোগ করেন, ভজনপুরে পাথরের প্রত্যেক ট্রাকে ১ হাজার করে টাকা নেয়া হয়। প্রতিদিন ওখানে লক্ষ টাকা চাঁদাবাজি হয়। স্থলবন্দরে শ্রমিকদের পাওনা টাকার থেকে একটি ভাগ ওই চাঁদাবাজদের দেয়া হয়। বিএনপি নেতাদের বিরুদ্ধে এমন মিথ্যা ও বানোয়াট বক্তব্য প্রদান করেন। সারজিসের এমন বক্তব্যের ফলে নেতাদের সম্মান ও মানহানি হয়েছে। আরও বলেন, পাথর ও বালি মহাল সরকার ইজারা দিয়েছেন। ইজারাদারগন তাদের মাশুল উত্তোলন করেন প্রতি ট্রাক থেকে ৫শ থেকে ৩শ টাকা করে। এখানে বিএনপি নেতারা জড়িত নন। এ বিষয়ে বাংলাবান্ধা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনে সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন, আমাদের দুই বিএনপি নেতা বাংলাবান্ধা স্থলবন্দরের উন্নয়নের কাজে জড়িত, কোন চাঁদাবাজির কাজে নয়।