Web Analytics

পঞ্চগড়ে একটি মতবিনিময় সভায় বিএনপির দুই নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বক্তব্য দেয়ার প্রতিবাদে সারজিস আলমের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে তেঁতুলিয়া উপজেলা বিএনপি। বক্তারা বলেন, সারজিস তেঁতুলিয়া উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা ও বানোয়াট বক্তব্য প্রদান করেন এবং বক্তব্যটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় বিএনপিসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মী ও ব্যবসায়ীরা। সারজিস অভিযোগ করেন, ভজনপুরে পাথরের প্রত্যেক ট্রাকে ১ হাজার করে টাকা নেয়া হয়। প্রতিদিন ওখানে লক্ষ টাকা চাঁদাবাজি হয়। স্থলবন্দরে শ্রমিকদের পাওনা টাকার থেকে একটি ভাগ ওই চাঁদাবাজদের দেয়া হয়। বিএনপি নেতাদের বিরুদ্ধে এমন মিথ্যা ও বানোয়াট বক্তব্য প্রদান করেন। সারজিসের এমন বক্তব্যের ফলে নেতাদের সম্মান ও মানহানি হয়েছে। আরও বলেন, পাথর ও বালি মহাল সরকার ইজারা দিয়েছেন। ইজারাদারগন তাদের মাশুল উত্তোলন করেন প্রতি ট্রাক থেকে ৫শ থেকে ৩শ টাকা করে। এখানে বিএনপি নেতারা জড়িত নন। এ বিষয়ে বাংলাবান্ধা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনে সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন, আমাদের দুই বিএনপি নেতা বাংলাবান্ধা স্থলবন্দরের উন্নয়নের কাজে জড়িত, কোন চাঁদাবাজির কাজে নয়।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।