কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের ১৩টি লোহার দানবাক্স শনিবার সকালে খোলা হয়েছে, যেখানে ৩৫ বস্তা টাকা পাওয়া গেছে। সকাল ৭টায় দানবাক্স খোলার পর মসজিদ পরিচালনা কমিটির সদস্য, মসজিদ কমপ্লেক্সের মাদরাসা ও এতিমখানার শিক্ষক-শিক্ষার্থী, পার্শ্ববর্তী জামিয়া এমদাদিয়া মাদরাসার শিক্ষার্থী এবং রূপালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীসহ চার শতাধিক মানুষ টাকা গণনায় অংশ নেন।
প্রতি তিন মাস পর পর দানবাক্সগুলো খোলা হলেও এবার ৩ মাস ২৭ দিন পর খোলা হয়েছে। এ উপলক্ষে নতুন করে আরও দুটি দানবাক্স স্থাপন করা হয়েছে। এর আগে চলতি বছরের ৩০ আগস্ট দানবাক্স খুলে রেকর্ড ১২ কোটি ৯ লাখ ৩৭ হাজার ২২০ টাকা, বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকার পাওয়া গিয়েছিল।
দানবাক্স খোলার সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আসলাম মোল্লা, পুলিশ সুপার এস এম ফরহাদ হোসেন এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত।