Web Analytics

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের ১৩টি লোহার দানবাক্স শনিবার সকালে খোলা হয়েছে, যেখানে ৩৫ বস্তা টাকা পাওয়া গেছে। সকাল ৭টায় দানবাক্স খোলার পর মসজিদ পরিচালনা কমিটির সদস্য, মসজিদ কমপ্লেক্সের মাদরাসা ও এতিমখানার শিক্ষক-শিক্ষার্থী, পার্শ্ববর্তী জামিয়া এমদাদিয়া মাদরাসার শিক্ষার্থী এবং রূপালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীসহ চার শতাধিক মানুষ টাকা গণনায় অংশ নেন।

প্রতি তিন মাস পর পর দানবাক্সগুলো খোলা হলেও এবার ৩ মাস ২৭ দিন পর খোলা হয়েছে। এ উপলক্ষে নতুন করে আরও দুটি দানবাক্স স্থাপন করা হয়েছে। এর আগে চলতি বছরের ৩০ আগস্ট দানবাক্স খুলে রেকর্ড ১২ কোটি ৯ লাখ ৩৭ হাজার ২২০ টাকা, বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকার পাওয়া গিয়েছিল।

দানবাক্স খোলার সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আসলাম মোল্লা, পুলিশ সুপার এস এম ফরহাদ হোসেন এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত।

27 Dec 25 1NOJOR.COM

কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্সে মিলল ৩৫ বস্তা টাকা

Person of Interest

logo
No data found yet!