মার্কিন হামলার পরও ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তখত-রাভানচি ঘোষণা দিয়েছেন, তেহরান জাতিসংঘের নিউক্লিয়ার নন-প্রলিফেরেশন চুক্তি (এনপিটি)-এর ‘প্রতিশ্রুতিবদ্ধ সদস্য’ হিসেবে থাকবে। তিনি বলেন, এনপিটি’র কাঠামো অনুযায়ী ইরান ‘শান্তিপূর্ণ উদ্দেশ্যে’ এবং জ্বালানি চাহিদার জন্য ইউরেনিয়ামসমৃদ্ধকরণ অব্যাহত রাখবে। তখত-রাভানচি বলেছেন, ইরানের ওপর চলমান হামলার মধ্যে সংলাপ চালিয়ে যাওয়ার কোনো অর্থ নেই। আমরা আলোচনার জন্য আলোচনা করি না।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।