Web Analytics

মার্কিন হামলার পরও ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তখত-রাভানচি ঘোষণা দিয়েছেন, তেহরান জাতিসংঘের নিউক্লিয়ার নন-প্রলিফেরেশন চুক্তি (এনপিটি)-এর ‘প্রতিশ্রুতিবদ্ধ সদস্য’ হিসেবে থাকবে। তিনি বলেন, এনপিটি’র কাঠামো অনুযায়ী ইরান ‘শান্তিপূর্ণ উদ্দেশ্যে’ এবং জ্বালানি চাহিদার জন্য ইউরেনিয়ামসমৃদ্ধকরণ অব্যাহত রাখবে। তখত-রাভানচি বলেছেন, ইরানের ওপর চলমান হামলার মধ্যে সংলাপ চালিয়ে যাওয়ার কোনো অর্থ নেই। আমরা আলোচনার জন্য আলোচনা করি না।

Card image

নিউজ সোর্স

পারমাণবিক চুক্তি থেকে বেরিয়ে যাবে না ইরান

মার্কিন হামলার পরও জাতিসংঘের পারমাণবিক চুক্তি থেকে নিজেদের প্রত্যাহার করে নেবে না বলেই জানিয়েছে ইরান। দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তখত-রাভানচি ঘোষণা দিয়েছেন, তেহরান জাতিসংঘের নিউক্লিয়ার নন-প্রলিফেরেশন চুক্তি (এনপিটি)-এর ‘প্রতিশ্রুতিবদ্ধ সদস্য’ হিসেবে থাকবে।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।