ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের জন্য নির্দিষ্ট সাংবাদিকদের জন্য অ্যাক্রিডিটেশন কার্ড দেওয়া হয়েছে ঢাবির পক্ষ থেকে। তবে এই কার্ডে সাংবাদিকদের নাম, পদবি, প্রতিষ্ঠানের নামেও দেখা গেছে একগাদা ভুল। যা নিয়ে ক্ষুব্ধ সাংবাদিকরা, সামাজিক মাধ্যমেও বইছে সমালোচনার ঝড়। এই কার্ডগুলোতে স্বাক্ষর আছে চিফ রিটার্নিং অফিসারের। সেখানে বেশ কিছু ভুল পরিলক্ষিত হয়। ডেইলি সান-এর স্টাফ করেসপন্ডেন্ট শেখ নাসির উদ্দিন-এর নাম লেখা হয়েছে শেখ নাসির উদ্দির। তার পদবিতেও আছে ভুল। Staff Correspondent এর প্রথম অংশে লেখা হয়েছে Stff, অর্থাৎ বানানে a নেই। এখন টিভির স্টাফ রিপোর্টার মো. আজহারুজ্জামান-এর পদবিতে লেখা ছিল ‘স্যার রিপোর্টার’। এ নিয়ে চিফ রিটার্নিং ড. মোহাম্মদ জসীম উদ্দিন বলেছেন, ‘প্রায় ১২শ-১৩শ আইডি কার্ডের আবেদন জমা পড়েছিল। এত সংখ্যক আবেদন নিজেরা যাচাই করা সম্ভব হয়নি বলে পিআরও সেকশনে দেওয়া হয়। সেখানে সাধারণ কর্মচারীরা বানানগুলো ভুল করেছে। তবে অফিসে যোগাযোগ করলে এসব ভুল সংশোধন করা যাবে। ভবিষ্যতে যেন আর এ ধরনের ভুল না হয়, সে বিষয়েও ব্যবস্থা নেওয়া হবে।’