ভারতের সঙ্গে পানিবন্টন নিয়ে সুরাহা না হওয়াতে বহুমুখী তিস্তা মেগা প্রকল্প নেয় বাংলাদেশ। এটি বাস্তবায়ন হলে দেশের পাঁচ জেলায় দুই কোটিরও বেশি মানুষের জীবনযাত্রায় পরিবর্তন আসবে। এটি বাংলাদেশের আত্মরক্ষামূলক প্রকল্প হলেও ভারত ও চীন ভূরাজনৈতিক কারণে পরস্পর মুখোমুখি হয়ে দাঁড়িয়েছে। চীন আগ্রহী হলেও ভারত এতে বাঁধা। অপরদিকে বাংলাদেশের জনগণ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে লাগাতার আন্দোলন করে আসছে। প্রথমে চীনের সাথে মহাপরিকল্পনা হলেও পরে ভারতকে এ প্রকল্প দেয় হাসিনা, এতে চীনের সাথে সম্পর্কের টানাপোড়েন ঘটে শেখ হাসিনার। চীন আবার আগ্রহ প্রকাশ করেছে। বাস্তবায়িত হলে নদীর গভীরতা বাড়বে ১০ মিটার, নৌযান চলবে ১২ মাস! তীর, রক্ষা নদী খনন, চর খনন, কৃষি জমি উদ্ধার, নৌ বন্দর স্থাপনসহ বিভিন্ন কাজ করার উদ্যোগ রয়েছে। এতে ঐ এলাকার পুরো জনগোষ্ঠীর ভাগ্য পরিবর্তন হয়ে যাবে।