মালয়েশিয়ার পাহাং রাজ্যে অবৈধ অভিবাসীদের ‘হটস্পটে’ অভিযান চালিয়ে ১৩১ জনকে আটক করেছে অভিবাসন বিভাগ। আটকদের মধ্যে রয়েছেন ৪৮ বাংলাদেশি। তাদের শনাক্ত হওয়া অপরাধগুলির মধ্যে রয়েছে দেশে থাকার জন্য কোনো বৈধ পাশ বা পারমিট না থাকা, অতিরিক্ত সময় ধরে অবস্থান করা এবং পাশের শর্ত লঙ্ঘন করা। আটককৃত অবৈধ অভিবাসীদের মধ্যে ৫৫ জন ইন্দোনেশিয়ান, ৪৮ জন বাংলাদেশি, ১৬ জন মায়ানমার, ১ জন মিশরীয়, ২ জন পাকিস্তানি, ১ জন চীনা এবং ৮ জন থাই নাগরিক রয়েছেন।