মালয়েশিয়ায় ৪৮ বাংলাদেশিসহ ১৩১ অভিবাসী আটক
মালয়েশিয়ার পাহাং রাজ্যে অবৈধ অভিবাসীদের ‘হটস্পটে’ অভিযান চালিয়ে ১৩১ জনকে আটক করেছে অভিবাসন বিভাগ। ইমিগ্রেশন ডিপার্টমেন্ট সোমবার ও মঙ্গলবার পাহাং বেনটং এবং কুয়ান্টানের আশেপাশে বেশ কয়েকটি অবৈধ অভিবাসী ‘হটস্পট’ স্থানে এনফোর্সমেন্ট অভিযানের ১৩১ অভিবাসীকে আটক করা হয়। আটকদের মধ্যে রয়েছেন ৪৮ বাংলাদেশি।