শামীম ওসমানের পরিবারের প্রতিষ্ঠান কে টেলিকমের ‘অভাবনীয় জালিয়াতি’ তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ৯০ দিনের মধ্যে তদন্ত করে সিআইডি এবং বিটিআরসিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে। জানা যায়, ফকিরারপুলের ছোট একটি কক্ষে সাখাওয়াত হোসেনের ট্রাভেল এজেন্সির কার্যালয়। বিটিআরসির নথিপত্রে সাখাওয়াত কে টেলিকম নামের একটি ইন্টারন্যাশনাল আইজিডব্লিউ কোম্পানির অংশীদার ও এমডি। তা তিনি জানেনই না। প্রতিষ্ঠানটি মূলত শামীম ওসমানের পরিবারের লাইসেন্স করা, কিন্তু পরবর্তীতৈ সাখাওয়াতসহ তিনজনের নামে তাদের না জানিয়ে মালিকানা হস্তান্তর করা হয়। এই কে টেলিকমের কাছে বিটিআরসির পাওনা ১২৬ কোটি টাকার বেশি।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।