Web Analytics

শামীম ওসমানের পরিবারের প্রতিষ্ঠান কে টেলিকমের ‘অভাবনীয় জালিয়াতি’ তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ৯০ দিনের মধ্যে তদন্ত করে সিআইডি এবং বিটিআরসিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে। জানা যায়, ফকিরারপুলের ছোট একটি কক্ষে সাখাওয়াত হোসেনের ট্রাভেল এজেন্সির কার্যালয়। বিটিআরসির নথিপত্রে সাখাওয়াত কে টেলিকম নামের একটি ইন্টারন্যাশনাল আইজিডব্লিউ কোম্পানির অংশীদার ও এমডি। তা তিনি জানেনই না। প্রতিষ্ঠানটি মূলত শামীম ওসমানের পরিবারের লাইসেন্স করা, কিন্তু পরবর্তীতৈ সাখাওয়াতসহ তিনজনের নামে তাদের না জানিয়ে মালিকানা হস্তান্তর করা হয়। এই কে টেলিকমের কাছে বিটিআরসির পাওনা ১২৬ কোটি টাকার বেশি।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

একনজর এর পরীক্ষামূলক বেটা সংস্করণ চলছে। যেকোন ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর চোখে দেখার এবং আমাদের উন্নতির জন্য গঠনমূলক মতামত দেয়ার অনুরোধ জানাচ্ছি।