গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে ফাঁসির ৩ জন আসামি পালানোর চেষ্টা করেছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করেছে কারা কর্তৃপক্ষ। তারা হলেন— টাঙ্গাইল সদর থানার শাহাদাত হোসেন, পাঁচবিবি থানার শ্রী রনি মহন্ত ও ভূরুঙ্গামারী নজরুল ইসলাম মজনু ওরফে মঞ্জু। জানা গেছে, গত ৫ আগস্ট রাত সোয়া ৮টার দিকে দায়িত্ব পালন করছিলেন মোখলেছুর রহমান। এ সময় তিনি ১২ নম্বর কক্ষ হতে দেয়ালে আঘাতের শব্দ শুনতে পান। পরের দিন ৬ আগস্ট সকালে ওই রুমে তল্লাশি করা হয়। সেখান থেকে ১টি লোহার পাত, ২ টুকরা রড, কম্বল কেটে বানানো ২৮ ফুট লম্বা ১টি রশি, কম্বল দিয়ে তৈরি ২৫ ফুট লম্বা ১টি বেল্ট, লোহার তৈরি ২টি আংটা, ১০ ফুট লম্বা ১টি খুঁটিসহ বিভিন্ন উপকরণ জব্দ করা হয়। তারা জানায়, জেল হতে পলায়নের জন্য এসব মালামাল তাদের সংগ্রহে রেখেছিল। ২০২৪ সালের ৫ আগস্টের মতো পরিস্থিতির সৃষ্টি হলে তারা জেল হতে পলায়ন করতো অথবা পলায়নের সুযোগের অপেক্ষায় ছিল।