কাশিমপুর কারাগার থেকে ফাঁসির ৩ আসামির পালানোর চেষ্টা, মামলা দায়ের
গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে ফাঁসির ৩ জন আসামি পালানোর চেষ্টা করেছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করেছে কারা কর্তৃপক্ষ। গতকাল বৃহস্পতিবার (৭ আগস্ট) রাতে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেলার মো. আসাদুর রহমান কোনাবাড়ী থানায় মামলাটি দায়ের করেন।