এলডিপি মহাসচিব ড. রেদোয়ান আহমেদ বলেন, ডাকসু নির্বাচনে শিবির জিতে গেছে বলে জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীও জিতে যাবে- এমন কোনো কারণ নাই। তিনি বলেন, ডাকসু নির্বাচনে ছাত্রশিবির তাদের একার ভোটে বিজয়ী হয়নি। এখানে বিভিন্ন দল, মত ও বিভিন্ন সংগঠনের ছাত্রদের ভোটে বিজয়ী হয়েছেন। ছাত্ররা বরাবরই ক্ষমতাসীনদের বিপক্ষে অবস্থান নেয়। সেটার প্রতিফলনে শিবিরের বিজয় হয়েছে। কিন্তু জাতীয় নির্বাচনের ক্ষেত্রে দলের প্রার্থী ও প্রতীককে ভোট দেবে জনগণ। আরো বলেন, যুগপৎ আন্দোলনের শরিক দল নিয়ে বিএনপি নির্বাচন করে বিজয়ী হবে এবং সরকার গঠন করবে। বিশ্বের অনেক দেশ বিএনপিকে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে চায়; কিন্তু বিএনপিকে এত তাড়াতাড়ি সরাতে পারবে না। ভারত বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করে শেখ হাসিনাকে দীর্ঘ সময় ক্ষমতায় রেখেছিল। বাংলাদেশের মানুষ ভোট দিয়ে ক্ষমতায় রাখে নাই।