এলডিপি মহাসচিব ড. রেদোয়ান আহমেদ বলেন, ডাকসু নির্বাচনে শিবির জিতে গেছে বলে জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীও জিতে যাবে- এমন কোনো কারণ নাই। তিনি বলেন, ডাকসু নির্বাচনে ছাত্রশিবির তাদের একার ভোটে বিজয়ী হয়নি। এখানে বিভিন্ন দল, মত ও বিভিন্ন সংগঠনের ছাত্রদের ভোটে বিজয়ী হয়েছেন। ছাত্ররা বরাবরই ক্ষমতাসীনদের বিপক্ষে অবস্থান নেয়। সেটার প্রতিফলনে শিবিরের বিজয় হয়েছে। কিন্তু জাতীয় নির্বাচনের ক্ষেত্রে দলের প্রার্থী ও প্রতীককে ভোট দেবে জনগণ। আরো বলেন, যুগপৎ আন্দোলনের শরিক দল নিয়ে বিএনপি নির্বাচন করে বিজয়ী হবে এবং সরকার গঠন করবে। বিশ্বের অনেক দেশ বিএনপিকে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে চায়; কিন্তু বিএনপিকে এত তাড়াতাড়ি সরাতে পারবে না। ভারত বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করে শেখ হাসিনাকে দীর্ঘ সময় ক্ষমতায় রেখেছিল। বাংলাদেশের মানুষ ভোট দিয়ে ক্ষমতায় রাখে নাই।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।