নেপালের মতো পশ্চিমবঙ্গেও গণঅভ্যুত্থানের ডাক দিয়েছেন বিজেপির সাবেক সংসদ সদস্য অর্জুন সিং। বর্তমানে নেপালে টালমাটাল অবস্থা বিরাজ করছে। শ্রীলংকা-বাংলাদেশের পর জেন-জিরা এবার আরেকটি গণঅভ্যুত্থান ঘটিয়েছেন দেশটিতে। এদিকে অর্জুন বলেন, নেপালের যুবসমাজ দুর্নীতির বিরুদ্ধে যেভাবে রুখে দাঁড়িয়েছে, তা বড় এক উদাহরণ। বাংলার তরুণ-তরুণীদেরও সেই সাহস দেখানো উচিত, এমনই গণঅভ্যুত্থান প্রয়োজন। এর প্রতিক্রিয়ায় অভিযোগ উঠেছে, অর্জুন সিং উসকানিমূলক বক্তব্য দিয়ে রাজ্যে হিংসা ছড়ানোর চেষ্টা করছেন এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে হত্যার হুমকিও দিয়েছেন।