নেপালের মতো পশ্চিমবঙ্গেও গণঅভ্যুত্থানের ডাক দিয়েছেন বিজেপির সাবেক সংসদ সদস্য অর্জুন সিং। বর্তমানে নেপালে টালমাটাল অবস্থা বিরাজ করছে। শ্রীলংকা-বাংলাদেশের পর জেন-জিরা এবার আরেকটি গণঅভ্যুত্থান ঘটিয়েছেন দেশটিতে। এদিকে অর্জুন বলেন, নেপালের যুবসমাজ দুর্নীতির বিরুদ্ধে যেভাবে রুখে দাঁড়িয়েছে, তা বড় এক উদাহরণ। বাংলার তরুণ-তরুণীদেরও সেই সাহস দেখানো উচিত, এমনই গণঅভ্যুত্থান প্রয়োজন। এর প্রতিক্রিয়ায় অভিযোগ উঠেছে, অর্জুন সিং উসকানিমূলক বক্তব্য দিয়ে রাজ্যে হিংসা ছড়ানোর চেষ্টা করছেন এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে হত্যার হুমকিও দিয়েছেন।
নেপালের মতো পশ্চিমবঙ্গেও গণঅভ্যুত্থানের ডাক দিয়েছেন বিজেপির সাবেক সংসদ সদস্য অর্জুন সিং।