ঢাকার নবাবগঞ্জের যন্ত্রাইল ইউনিয়নের গোবিন্দপুর-গোল্লা-ময়মন্দি গ্রামে শ্রীশ্রী সার্বজনীন রক্ষা কালীপূজা উপলক্ষে একসঙ্গে প্রায় ১০ হাজার মানুষ প্রসাদ গ্রহণ করেন। ২০০ বছরের ঐতিহ্যবাহী এ পূজায় বৃহস্পতিবার (২০ নভেম্বর) ধর্ম-বর্ণ নির্বিশেষে ভক্ত ও দর্শনার্থীরা অংশ নেন। কীর্তন মহাপ্রভুর ভোগরাগ (মহোৎসব) উপলক্ষে ২০ জন রাঁধুনি ও শতাধিক স্বেচ্ছাসেবী দুই দিন ধরে রান্না ও পরিবেশনের প্রস্তুতি নেন। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চলে খাবার পরিবেশন। অনুষ্ঠানে ঢাকা-১ আসনের বিএনপি প্রার্থী খন্দকার আবু আশফাক উপস্থিত হয়ে শুভেচ্ছা বিনিময় করেন। মন্দির কমিটির সভাপতি তপন কুমার হালদার জানান, এ পূজা নবাবগঞ্জসহ আশপাশের জেলা থেকে ভক্তদের মিলনমেলায় পরিণত হয়। আয়োজকরা বলেন, হিন্দু, মুসলিম, খ্রিস্টান সবাই একসঙ্গে বসে আহার করেন—এটাই এলাকার ঐক্যের প্রতীক।