Web Analytics

ঢাকার নবাবগঞ্জের যন্ত্রাইল ইউনিয়নের গোবিন্দপুর-গোল্লা-ময়মন্দি গ্রামে শ্রীশ্রী সার্বজনীন রক্ষা কালীপূজা উপলক্ষে একসঙ্গে প্রায় ১০ হাজার মানুষ প্রসাদ গ্রহণ করেন। ২০০ বছরের ঐতিহ্যবাহী এ পূজায় বৃহস্পতিবার (২০ নভেম্বর) ধর্ম-বর্ণ নির্বিশেষে ভক্ত ও দর্শনার্থীরা অংশ নেন। কীর্তন মহাপ্রভুর ভোগরাগ (মহোৎসব) উপলক্ষে ২০ জন রাঁধুনি ও শতাধিক স্বেচ্ছাসেবী দুই দিন ধরে রান্না ও পরিবেশনের প্রস্তুতি নেন। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চলে খাবার পরিবেশন। অনুষ্ঠানে ঢাকা-১ আসনের বিএনপি প্রার্থী খন্দকার আবু আশফাক উপস্থিত হয়ে শুভেচ্ছা বিনিময় করেন। মন্দির কমিটির সভাপতি তপন কুমার হালদার জানান, এ পূজা নবাবগঞ্জসহ আশপাশের জেলা থেকে ভক্তদের মিলনমেলায় পরিণত হয়। আয়োজকরা বলেন, হিন্দু, মুসলিম, খ্রিস্টান সবাই একসঙ্গে বসে আহার করেন—এটাই এলাকার ঐক্যের প্রতীক।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।