নবাবগঞ্জে প্রায় আড়াই মাস ধরে নিখোঁজ উপজেলা বিএনপির সভাপতি আজাদুল ইসলাম হাই পান্নুকে উদ্ধার করেছে পুলিশ। জানা যায়, ৮ জানুয়ারি রাজশাহী যাওয়ার উদ্দেশে বাসা থেকে বের হন পান্নু। ১০ জানুয়ারি তার ছেলে বাদী হয়ে নবাবগঞ্জ থানায় একটি জিডি করেন। ১৫ মার্চ এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দেন বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর। পান্নুকে অবিলম্বে খুঁজে বের করে তাকে তার পরিবারের কাছে হস্তান্তর করার জন্য সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি দাবি জানিয়েছেন দলটির মহাসচিব। পুলিশ সুপার জানান, ভোরে খুলনায় অভিযান পরিচালনা করে পান্নুকে উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে জানা গেছে, তিনি ব্যক্তিগত কারণে অভিমান করে আত্মগোপনে ছিলেন।