বঙ্গোপসাগরে নিজেদের তৈরি পারমাণবিক বোমা বহনে সক্ষম এক মিসাইলের পরীক্ষা চালিয়েছে ভারত। বুধবার ওড়িশার চান্দিপুরের আইটিআর থেকে ‘অগ্নি-৫’ নামে মাঝারি পাল্লার মিসাইলটি সফলভাবে পরীক্ষা করে নয়াদিল্লি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, এই সফল উৎক্ষেপণের মধ্য দিয়ে মিসাইলটির সব কার্যক্ষম ও প্রযুক্তিগত মানদণ্ড সম্পূর্ণরূপে যাচাই করা গেছে। মিসাইলটি তৈরি করেছে ভারতের প্রতিরক্ষা গবেষণা এবং ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। মিসাইলটি ৫ হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। মিসাইলটি ভারতের ‘অগ্নি’ মিসাইল সিরিজের মধ্যে সর্বাধুনিক। দেড় টনের পারমাণবিক বোমাসহ ছোড়া যাবে এটি। ‘অগ্নি-৫’ মিসাইলটি মাল্টিপল ইন্ডিপেন্ডেন্টলি টার্গেটেবল রি-এন্ট্রি ভেহিকল প্রযুক্তিতে সমৃদ্ধ। এই প্রযুক্তির ফলে একটি মাত্র মিসাইল বিভিন্ন লক্ষ্যবস্তুতে একাধিক ওয়ারহেড বহন করে আঘাত হানতে সক্ষম হয়।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।