Web Analytics

বঙ্গোপসাগরে নিজেদের তৈরি পারমাণবিক বোমা বহনে সক্ষম এক মিসাইলের পরীক্ষা চালিয়েছে ভারত। বুধবার ওড়িশার চান্দিপুরের আইটিআর থেকে ‘অগ্নি-৫’ নামে মাঝারি পাল্লার মিসাইলটি সফলভাবে পরীক্ষা করে নয়াদিল্লি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, এই সফল উৎক্ষেপণের মধ্য দিয়ে মিসাইলটির সব কার্যক্ষম ও প্রযুক্তিগত মানদণ্ড সম্পূর্ণরূপে যাচাই করা গেছে। মিসাইলটি তৈরি করেছে ভারতের প্রতিরক্ষা গবেষণা এবং ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। মিসাইলটি ৫ হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। মিসাইলটি ভারতের ‘অগ্নি’ মিসাইল সিরিজের মধ্যে সর্বাধুনিক। দেড় টনের পারমাণবিক বোমাসহ ছোড়া যাবে এটি। ‘অগ্নি-৫’ মিসাইলটি মাল্টিপল ইন্ডিপেন্ডেন্টলি টার্গেটেবল রি-এন্ট্রি ভেহিকল প্রযুক্তিতে সমৃদ্ধ। এই প্রযুক্তির ফলে একটি মাত্র মিসাইল বিভিন্ন লক্ষ্যবস্তুতে একাধিক ওয়ারহেড বহন করে আঘাত হানতে সক্ষম হয়।

Card image

Related Memes

logo
No data found yet!