ফ্রান্সের সাংবিধানিক কাউন্সিল বৃহস্পতিবার দীর্ঘমেয়াদি অভিবাসী আটক রাখার আইন বাতিল করেছে। এর আগে ওই আইন অনুসারে, যারা গুরুতর অপরাধে দণ্ডিত তাদের ৯০ দিনের বদলে ২১০ দিন পর্যন্ত আটক রাখার সুযোগ থাকত। সাংবিধানিক আদালত এই বিধানকে সংবিধানের পরিপন্থী ঘোষণা করেছে। ফ্রান্সে প্রায় এক লাখ বাংলাদেশি বসবাস করেন, যাদের মধ্যে অনেকেই অনিয়মিত অবস্থায় রয়েছেন। দীর্ঘমেয়াদি আটক বাড়ানোর প্রস্তাবের ফলে কমিউনিটিতে ব্যাপক উদ্বেগ সৃষ্টি হয়েছিল। এখন কিছুটা স্বস্তিতে রয়েছে। ২০২৪ সালে ফ্রান্সে প্রায় ৪০ হাজার অভিবাসী প্রশাসনিক আটক কেন্দ্রে ছিল। সাংবিধানিক কাউন্সিলের রায়ে স্পষ্ট বলা হয়েছে, কাউকে এমনভাবে আটক রাখা যাবে না যা তার ব্যক্তিগত স্বাধীনতা ও মর্যাদা হরণ করে। মানবাধিকার সংগঠন লা সিমাদ এই রায়কে স্বাগত জানিয়েছে। অন্যদিকে, স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষের কিছু রাজনৈতিক নেতা মনে করেন এই রায় জননিরাপত্তাকে দুর্বল করছে।