ফ্রান্সে স্বস্তির খবর পেল বাংলাদেশি অনিয়মিত অভিবাসীরা
ফ্রান্সের সাংবিধানিক কাউন্সিল বৃহস্পতিবার (৭ আগস্ট) দীর্ঘমেয়াদি অভিবাসী আটক রাখার আইন বাতিল করেছে। এর আগে ওই আইন অনুসারে, যারা গুরুতর অপরাধে দণ্ডিত বা ‘বিশেষভাবে বিপজ্জনক’ তাদের ৯০ দিনের বদলে ২১০ দিন (সাড়ে সাত মাস) পর্যন্ত আটক রাখার সুযোগ থাকত।