জামায়াত নেতা শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, জামায়াতে ইসলাম ইতোমধ্যে ৩০০ আসনেই সম্ভাব্য প্রার্থীর তালিকা প্রায় চূড়ান্ত করেছে। আমরা কেন নির্বাচন বিলম্বিত করবো। আমরা বলেছি সংস্কার ও বিচার এবং লেভেল প্লেয়িং সম্পন্ন না করার আগে নির্বাচন হলে, সে নির্বাচন সুষ্ঠু হবে না। এখনও প্রশাসনসহ সকল সরকারি দপ্তরে ফ্যাসিস্টের সমর্থক ও সহযোগী কর্মকর্তারা বিদ্যমান আছে। মাসুদ বলেন, ফ্যাসিস্ট মুক্ত আন্দোলনে সাংবাদিকদের ভূমিকা ছিল যেমন প্রশংসনীয়, তেমনি দ্বিতীয় স্বাধীন বাংলাদেশ, সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠায় সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন আবশ্যক। গাজীপুরে সাংবাদিক হত্যার ঘটনায় জামায়াত প্রতিবাদ জানিয়েছে।