‘জামায়াতের ৩০০ প্রার্থীর তালিকা চূড়ান্ত, কেন নির্বাচন বিলম্বিত করব’
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের সেক্রেটারি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি পটুয়াখালী-২ ( বাউফল) আসনের সম্ভাব্য প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, জামায়াতে ইসলাম ইতোমধ্যে ৩০০ আসনেই সম্ভাব্য প্রার্থীর তালিকা প্রায় চূড়ান্ত করা হয়েছে। আমরা কেন নির্বাচন বিলম্বিত করবো। আমরা বলেছি সংস্কার ও বিচার এবং লেভেল প্লেয়িং সম্পন্ন না করার আগে নির্বাচন হলে, সে নির্বাচন সুষ্ঠু হবে না। এখনও প্রশাসনসহ সকল সরকারি দপ্তরে ফ্যাসিস্টের সমর্থক ও সহযোগী কর্মকর্তারা বিদ্যমান আছে।