ঢাকার সাবেক চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম চৌধুরীকে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। আইন মন্ত্রণালয় গত ২৯ সেপ্টেম্বর সুপ্রিমকোর্টের সঙ্গে পরামর্শক্রমে এই আদেশ জারি করে। দুর্নীতি দমন কমিশন (দুদক) জানায়, রেজাউল করিম ঘুষ গ্রহণ, জামিন বাণিজ্য, মামলায় প্রভাব খাটানোসহ নানা অনিয়মে জড়িত ছিলেন। অভিযোগ রয়েছে, তিনি আদালতকে দলীয় স্বার্থে ব্যবহার করে বিরোধী নেতাকর্মীদের সাজা দিয়েছেন এবং অবৈধভাবে সম্পদ অর্জন করেছেন। এছাড়া জব্দকৃত গাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহার ও জমি বণ্টনে প্রভাব খাটানোর অভিযোগও রয়েছে। তার এসব কর্মকাণ্ডে বিচার বিভাগের সুনাম ক্ষুণ্ন হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। রেজাউল করিম অভিযোগ অস্বীকার করে দাবি করেন, দুদকের তদন্তেই তিনি নির্দোষ প্রমাণিত হবেন। আইন অঙ্গনে তার বরখাস্তের খবরে স্বস্তি প্রকাশ করেছেন অনেকে।