এবার বেরিয়ে এলো সিএমএম রেজাউল করিমের থলের বিড়াল
ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের দুর্নীতিবাজ মন্ত্রী-এমপি ও নেতাকর্মীদের মতো জড়িত ছিলেন বিচারপতিরাও। এবার দুর্নীতির অভিযোগে বহুল আলোচিত ঢাকার সেই চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) রেজাউল করিম চৌধুরীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত ২৯ সেপ্টেম্বর আইন ও বিচার বিভাগের এক প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়, যা সুপ্রিমকোর্টের সঙ্গে পরামর্শক্রমে গৃহীত হয়।