ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) আজ থেকে ট্রাক সেল কার্যক্রম শুরু করেছে। ভর্তুকি মূল্যে ভোজ্যতেল, মসুর ডাল ও চিনির দাম বেড়েছে, তবে কার্যক্রমের পরিধি কমেছে। যেখানে আগে ৬৪ জেলায় চালানো হতো, এবার চার মহানগর ও পাঁচ জেলায় সীমাবদ্ধ। মসুর ডাল, তেল ও চিনি কেজি/লিটারে ১০-১৫ টাকা বেড়েছে। ঢাকায় সেপ্টেম্বর মাঝামাঝি ও অন্যত্র আগস্ট শেষে বিক্রি চলবে, মূলত স্মার্ট ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের পাশাপাশি সাধারণ ভোক্তাদের জন্য।