টিসিবির পণ্যের ট্রাক সেল শুরু আজ
রাষ্ট্রীয় বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ-টিসিবির ট্রাক সেলে (খোলাবাজারে) পণ্য বিক্রি কার্যক্রম আজ রোববার শুরু হচ্ছে। এবার টিসিবির ট্রাক সেলের পণ্যের দাম বেড়েছে, তবে কমেছে পরিধি। গত মার্চ মাসে টিসিবি ৬৪ জেলায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি করলেও এবার ঢাকাসহ চার মহানগর এবং পাঁচ জেলায় কার্যক্রম চালাবে।