শনিবার দুপুরে বিএনপির শাহজাদপুর উপজেলার দলীয় কার্যালয়ে সম্মেলন প্রস্তুতি সভায় দুই গ্রুপের সংঘর্ষে ২০ জন নেতাকর্মী আহত হয়েছে। স্থানীয়রা জানান, সম্মেলন প্রস্তুতি সভার কার্যক্রম শুরু করেন ২ ও ৬ নম্বর সংসদীয় আসনের কমিটির আহ্বায়ক ড. এমএ মুহিত। এ সময় সমর্থকদের সঙ্গে দলীয় কার্যালয়ে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নেতা ও সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য গোলাম সারোয়ার ঢুকতে গেলে দুই গ্রুপের হাতাহাতি ও ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এক পর্যায়ে সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন। আহতদের নেওয়া হয়েছে হাসপাতালে। শাহজাদপুর থানা ওসি বলেছেন, তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণে আনে পুলিশ।