অ্যাশেজের প্রথম টেস্টে মাত্র দেড় দিনে অস্ট্রেলিয়ার কাছে হেরে ইংল্যান্ডের আক্রমণাত্মক ‘বাজবল’ কৌশল এখন তীব্র সমালোচনার মুখে। ১–০ ব্যবধানে পিছিয়ে পড়ার পর প্রশ্ন উঠেছে, বেন স্টোকস ও কোচ ব্রেন্ডন ম্যাককালাম কি তাদের আক্রমণাত্মক দর্শন থেকে সরে আসবেন? ম্যাককালাম সবসময়ই ইতিবাচক ক্রিকেটের পক্ষে, আর স্টোকসও তার সবচেয়ে বড় সমর্থক। তবে অস্ট্রেলিয়ার অতিরিক্ত গতি ও বাউন্সের বিপক্ষে এই ঝুঁকিপূর্ণ কৌশল কতটা টিকবে, তা নিয়ে বিশেষজ্ঞদের সন্দেহ রয়েছে। সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক গ্রেগ চ্যাপেল মন্তব্য করেছেন, পার্থ টেস্ট হয়তো টেস্ট ক্রিকেটের নতুন যুগের সূচনা, নয়তো বাজবলের পতনের সূচক। আসন্ন ব্রিসবেনের দিন-রাতের টেস্টই নির্ধারণ করবে, ইংল্যান্ডের এই আক্রমণাত্মক ক্রিকেট অস্ট্রেলিয়ার মাটিতে টিকে থাকতে পারে কিনা। প্যাট কামিন্সের প্রত্যাবর্তনের সম্ভাবনায় ইংল্যান্ডের কাজ আরও কঠিন হয়ে উঠতে পারে।