দেড় দিনে হারের পর কি বাজবল থেকে সরে আসছে ইংল্যান্ড?
পার্থে দেড় দিনেই হেরে বসেছে ইংল্যান্ড। অ্যাশেজে পিছিয়ে পড়েছে ১-০ ব্যবধানে। এখন সামনে ব্রিসবেনে দ্বিতীয় টেস্ট। এই টেস্টের আগে প্রশ্ন উঠছে, দেড় দিনে প্রথম টেস্টে হারের পর কি বাজবল থেকে সরে আসবে ইংল্যান্ড? ইংল্যান্ডের কোচ ব্রেন্ডন ‘বাজ’ ম্যাককালাম অবশ্