সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে প্রত্যার্পণ করতে রাশিয়া অস্বীকৃতি জানিয়েছে, যদিও দামেস্কে নতুন নেতৃত্বের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের জন্য মস্কো তৎপর। নতুন সিরিয়ান সরকার ও প্রেসিডেন্ট আহমেদ আল-শারা আসাদ সিরিয়ার জনগণের বিরুদ্ধে সংঘটিত অপরাধের বিচার করার জন্য দেশে ফিরিয়ে দেওয়ার অনুরোধ জানিয়ে আসছেন। দুই দেশের মধ্যে এ নিয়ে বিভিন্ন সময় আলাপ হয়েছে। ইরাকে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলপারুস কোট্রাশেভ বলেন, ‘বাশার আল-আসাদের মস্কোতে বসবাসের অন্যতম শর্ত হলো—তিনি কোনো ধরনের গণমাধ্যম বা রাজনৈতিক কর্মকাণ্ডে জড়াবেন না। এখন পর্যন্ত তিনি এই শর্ত লঙ্ঘন করেননি।’ আরো বলেন, আশ্রয়ের সিদ্ধান্ত প্রেসিডেন্ট পুতিনের। পরিবর্তনের সুযোগ নেই।