Web Analytics

সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে প্রত্যার্পণ করতে রাশিয়া অস্বীকৃতি জানিয়েছে, যদিও দামেস্কে নতুন নেতৃত্বের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের জন্য মস্কো তৎপর। নতুন সিরিয়ান সরকার ও প্রেসিডেন্ট আহমেদ আল-শারা আসাদ সিরিয়ার জনগণের বিরুদ্ধে সংঘটিত অপরাধের বিচার করার জন্য দেশে ফিরিয়ে দেওয়ার অনুরোধ জানিয়ে আসছেন। দুই দেশের মধ্যে এ নিয়ে বিভিন্ন সময় আলাপ হয়েছে। ইরাকে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলপারুস কোট্রাশেভ বলেন, ‘বাশার আল-আসাদের মস্কোতে বসবাসের অন্যতম শর্ত হলো—তিনি কোনো ধরনের গণমাধ্যম বা রাজনৈতিক কর্মকাণ্ডে জড়াবেন না। এখন পর্যন্ত তিনি এই শর্ত লঙ্ঘন করেননি।’ আরো বলেন, আশ্রয়ের সিদ্ধান্ত প্রেসিডেন্ট পুতিনের। পরিবর্তনের সুযোগ নেই।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।