ব্রিটিশ কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে অনুশীলন থেকে বিরত ছিলেন ১৮ নারী ফুটবলার। দফায় দফায় বৈঠক শেষে মহিলা উইংয়ের চেয়ারম্যান অবশেষে জানান মেয়েরা বিদ্রোহ থেকে সরে এসেছে। যদিও মেয়েরা এখনো জানায়নি। এরমধ্যে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, আমাদের মেয়েরা অদ্বিতীয়, সাফল্যের স্বীকৃতিস্বরূপ পাচ্ছে একুশে পদক, তবে খেলাধুলায় শৃঙ্খলা থাকা উচিত। এই সময়ে দ্রুততম গতিতে শিরিন আক্তারের কোনো প্রতিদ্বন্দ্বী না উঠে আসায় এবং প্রান্তিক পর্যায় থেকে খেলোয়াড় না তুলে আনতে পারায় হতাশা প্রকাশ করেন। এজন্য সরকার কাজ করছে বলে জানান।