‘আমাদের মেয়েরা অদ্বিতীয়, তবে শৃঙ্খলা থাকা উচিত’
ব্রিটিশ কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে অনুশীলন থেকে নিজেদের সরিয়ে নিয়েছিলেন ১৮ নারী সিনিয়র ফুটবলার। এ নিয়ে টালমাটাল অবস্থা ছিল দেশের ফুটবলে। রোববার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) মহিলা উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার সাবিনা খাতুনদের বিদ্রোহের অবসানের কথা জানান। যদিও ফুটবলারদের কাছ থেকে এর নিশ্চয়তা পাওয়া যায়নি।