চীনের দুটি বিমানবাহী রণতরী শানডং ও লিয়াওনিং জাপানের খুব কাছে প্রশান্ত মহাসাগরে গত কয়েক সপ্তাহ ধরে মহড়া চালিয়ে আসছে জানিয়ে উদ্বেগ প্রকাশ করেছে টোকিও। টোকিওর অভিযোগ, চীনা কয়েকটি বিমানবাহী রণতরী থেকে উড়া বিমান জাপানি নজরদারি বিমানের কাছাকাছি চলে এসেছিল। জাপান প্রকাশিত এক চিত্রে দেখা যায়, উভয় রণতরী জাপানি দ্বীপপুঞ্জের কাছাকাছি আসছে এবং মাঝে মাঝে জাপানের একচেটিয়া অর্থনৈতিক অঞ্চলের মধ্য দিয়ে যাচ্ছে। যে অঞ্চলটিতে কেবল জাপানের সামুদ্রিক সম্পদ অনুসন্ধান এবং শোষণের একচেটিয়া অধিকার রয়েছে। তবে অন্যদের নৌ চলাচলের স্বাধীনতা রয়েছে। জাপান উদ্বেগ জানালেও চীন বলছে আন্তর্জাতিক আইন মেনে মহড়া চলছে।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।