জাপানের কাছে চীনের নৌ-মহড়া, টোকিওর প্রতিবাদ
চীনের দুটি বিমানবাহী রণতরী শানডং ও লিয়াওনিং জাপানের খুব কাছে প্রশান্ত মহাসাগরে গত কয়েক সপ্তাহ ধরে মহড়া চালিয়ে আসছে জানিয়ে উদ্বেগ প্রকাশ করেছে টোকিও। চীনা সামরিক গতিবিধি প্রকাশ করে বেইজিংয়ের কাছে এর প্রতিবাদ জানিয়েছে জাপান। খবর বিবিসির।