ফেনীর দাগনভূঞায় একটি যাত্রীবাহী সুগন্ধা পরিবহণ বাস নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দিয়ে দোকানের ওপর উলটে পড়ে তিনজন নিহত হন। বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার দিকে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের সিলোনিয়া বাজারের লাকি রোড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—খুশিপুরের শামীমা আরা (৫০), দক্ষিণ জায়লস্করের মোহাম্মদ শ্রাবণ (২০) ও দক্ষিণ বারাহী গোবিন্দের ছামিরা (১৫)। অন্তত ২০ জন আহত হয়ে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি হন, যেখানে তিনজনকে মৃত ঘোষণা করা হয়। পুলিশ জানিয়েছে, বেপরোয়া গতি ও বৃষ্টির কারণে দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় নিহত শামীমা আরার ছেলে নাফসি আল হাসান চালক মো. ফরিদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। বাসটি জব্দ করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলছে।