ফেনীর দাগনভূঞায় একটি যাত্রীবাহী সুগন্ধা পরিবহণ বাস নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দিয়ে দোকানের ওপর উলটে পড়ে তিনজন নিহত হন। বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার দিকে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের সিলোনিয়া বাজারের লাকি রোড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—খুশিপুরের শামীমা আরা (৫০), দক্ষিণ জায়লস্করের মোহাম্মদ শ্রাবণ (২০) ও দক্ষিণ বারাহী গোবিন্দের ছামিরা (১৫)। অন্তত ২০ জন আহত হয়ে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি হন, যেখানে তিনজনকে মৃত ঘোষণা করা হয়। পুলিশ জানিয়েছে, বেপরোয়া গতি ও বৃষ্টির কারণে দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় নিহত শামীমা আরার ছেলে নাফসি আল হাসান চালক মো. ফরিদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। বাসটি জব্দ করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।