Web Analytics
থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্তে নতুন করে সংঘর্ষে অন্তত ২৩ জন নিহত এবং প্রায় সাত লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন বলে শুক্রবার (১২ ডিসেম্বর) দুই দেশের কর্মকর্তারা নিশ্চিত করেছেন। কম্বোডিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ২ লাখ ৭৪ হাজারের বেশি মানুষকে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে, আর থাইল্যান্ডের সাতটি সীমান্ত প্রদেশ থেকে ৪ লাখের বেশি মানুষকে নিরাপদ স্থানে স্থানান্তর করা হয়েছে।

কম্বোডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, ৭ ডিসেম্বর থেকে ১১ জন বেসামরিক নাগরিক ও একজন সেনা নিহত হয়েছেন, আহত হয়েছেন ৭৬ জন। থাইল্যান্ডে নয়জন সেনা ও তিনজন বেসামরিক নাগরিক নিহত এবং ১৯০ জন আহত হয়েছেন। এই সংঘর্ষ এমন এক সময়ে ঘটছে, যখন গত অক্টোবরে কুয়ালালামপুরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের উপস্থিতিতে দুই দেশ শান্তিচুক্তি স্বাক্ষর করেছিল।

দীর্ঘদিনের সীমান্ত বিরোধে বাণিজ্য ও পারাপার বন্ধ হয়ে পড়েছে। বিশ্লেষকদের মতে, সংলাপ পুনরায় শুরু না হলে মানবিক সংকট আরও গভীর হতে পারে।

Card image

Related Videos

logo
No data found yet!