Web Analytics

থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্তে নতুন করে সংঘর্ষে অন্তত ২৩ জন নিহত এবং প্রায় সাত লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন বলে শুক্রবার (১২ ডিসেম্বর) দুই দেশের কর্মকর্তারা নিশ্চিত করেছেন। কম্বোডিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ২ লাখ ৭৪ হাজারের বেশি মানুষকে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে, আর থাইল্যান্ডের সাতটি সীমান্ত প্রদেশ থেকে ৪ লাখের বেশি মানুষকে নিরাপদ স্থানে স্থানান্তর করা হয়েছে।

কম্বোডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, ৭ ডিসেম্বর থেকে ১১ জন বেসামরিক নাগরিক ও একজন সেনা নিহত হয়েছেন, আহত হয়েছেন ৭৬ জন। থাইল্যান্ডে নয়জন সেনা ও তিনজন বেসামরিক নাগরিক নিহত এবং ১৯০ জন আহত হয়েছেন। এই সংঘর্ষ এমন এক সময়ে ঘটছে, যখন গত অক্টোবরে কুয়ালালামপুরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের উপস্থিতিতে দুই দেশ শান্তিচুক্তি স্বাক্ষর করেছিল।

দীর্ঘদিনের সীমান্ত বিরোধে বাণিজ্য ও পারাপার বন্ধ হয়ে পড়েছে। বিশ্লেষকদের মতে, সংলাপ পুনরায় শুরু না হলে মানবিক সংকট আরও গভীর হতে পারে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।