সৌদি আরব মক্কার পবিত্র গ্র্যান্ড মসজিদের চারপাশে ‘কিং সালমান গেট’ নামে এক বিশাল উন্নয়ন প্রকল্পের ঘোষণা দিয়েছে। ১ কোটি ২০ লাখ বর্গমিটারজুড়ে এ প্রকল্পে নামাজ, আবাসন, বাণিজ্যিক, সাংস্কৃতিক ও হোটেল সুবিধাসহ বহু উঁচু ভবন নির্মাণ করা হবে। একই সময়ে প্রায় ৯ লাখ মানুষ নামাজ আদায় করতে পারবে এমন ব্যবস্থা থাকবে। এই প্রকল্প বাস্তবায়নে ৩ লাখ মানুষের কর্মসংস্থান হবে। ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের তত্ত্বাবধানে রুয়া আল হারামাইন আল মাক্কি প্রতিষ্ঠান এটি বাস্তবায়ন করবে। ২০৩০ সালের মধ্যে ৩ কোটি হজযাত্রীকে স্বাগত জানানোর লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা–নির্মিত ভিডিওতে দেখা গেছে, মক্কার পাশে আধুনিক সুউচ্চ ভবন মাথা তুলে দাঁড়িয়ে আছে।